আন্ডা, ‘আই মিন ডিম একটা ইন্টারেস্টিং চিজ!’
ডিম আগে না মুরগি আগে, এই কুইজের আজও সমাধান হলো না, কিন্তু ডিবেট থেমে নেই।
আবার সোনার ডিম পাড়া হাঁসের গল্পটাও বেশ মজার, ওয়ান বাই ওয়ান হলে, ওকে; কিন্তু একবারে বেশি খাইতে গিয়ে হাঁসের পেট কেটে ফেললে কিন্তু আপনার, ‘লঞ্চো গেল, আবার পনছো গেল!’
আবার ইনার প্রেশারে ডিম ফুটে ফুটফুটে মুরগির বাচ্চা বের হয়; সেই ডিমেই আবার বেমক্কা আউটার প্রেশার দিলে ডিম ফেটে ‘মামলেট!’
আন্ডা, আই মিন ডিম আসলেই একটা ইন্টারেস্টিং চিজ!
পুনশ্চ
লোকে লোকারণ্য সদরঘাটে বরিশালের এক লঞ্চযাত্রী অনেক চেষ্টা করেও একেবারে শেষ মুহূর্তে তার লঞ্চটা মিস করে ফেলল। তার ওপর ভিড় ঠেলে এগোতে গিয়ে বেচারা নিজের একপাটি স্পঞ্জের স্যান্ডেলও হারিয়ে ফেলেছিল। তখন মিস করা লঞ্চের দিকে তাকিয়ে নাকি খাস বরিশাইল্ল্যা এক্সেন্টে উনি বলছিলেন, “ও মনো, মোর তো দেহি লঞ্চো গেল, পঞ্চো গেল!”
ট্রিভিয়া
অনেক সময় বহিশত্রুর উপর্যুপরি আক্রমণেও যে রাজ্য টলে না, সে রাজ্যই আভ্যন্তরীণ প্রাসাদ ষড়যন্ত্রে ধুলোয় মিশে যায়!
পুন : পুনশ্চ
আচ্ছা, আসলেই তো, ডিম আগে না মুরগি আগে? এনি আইডিয়া, ভাই…