গফুর সাহেব দারুণ ঘাড় ত্যাড়া পাবলিক। মাঝেমধ্যে তার ঘাউড়ামি এমন পর্যায়ে চলে যায় যে মনে হয় উনি নিজেও টয়লেট করবেন না এবং অন্য কাউকেও টয়লেট করার জন্য দরজা ছাড়বেন না।
এই যেমন সেদিন তার অফিসে এক মোবাইল কোম্পানির অফার এলো, কল রেট কম আবার ফ্রিতে সিমও দিবে; শর্ত একটাই, অফিসের সবাইকেই এই সিম নিতে হবে। সবাই রাজি কিন্তু গফুর সাহেব নারাজ, তিনি কোনো কথাই শুনবেন না।
অগত্যা একদিন বসের রুমে তার ডাক পড়ল। বস বললেন, ‘গফুর, সমস্যাটা কী?’
‘কোনো সমস্যা নাই, বস। এই সিম আমার লাগবে না, তাই নিব না।’
বস শীতল কণ্ঠে বললেন, ‘গফুর, তোমার এইসব ঘাড় ত্যাড়ামির জন্যই অফিসের কেউ তোমাকে লাইক করে না। সবাই এই সিম নিতে চাচ্ছে, তুমি রাজি হচ্ছ না বলে বাকিরাও এই অফারটা নিতে পারছে না। এখন তোমাকে যদি চ্যাংদোলা করে ছাদে তুলে নিচে ফেলে দিতে বলি, তাহলে এই অফিসের এমন একজনের নাম বলো, যে তোমার হয়ে সাক্ষী দেবে।’
এইবার ত্যাড়া গফুর সাহেব সোজা হয়ে মিনমিনে কণ্ঠে বলে উঠলেন, ‘বস, এই সিম আমিও নিতে চাই…’
বস ধমকে উঠলেন, ‘তাহলে আরও আগে কেন রাজি হওনি?’
গফুর সাহেব চট করে জবাব দিলেন, ‘আগে তো বস বিষয়টা আপনার মতো করে এত “ক্লিয়ারলি”কেউ বুঝায়া বলেনি…’