আমি ক্রিকেট বোদ্ধা কিংবা বিশেষজ্ঞ নই। শুধু যেদিন বাংলাদেশের খেলা থাকে সেদিন একটু এক্সাইটেড হয়ে যাই মাত্র। এমনিতে ক্রিকেট কিন্তু আমার প্রিয়তম খেলা না। কারণ জার্মানি ক্রিকেট খেলে না, ফ্রান্স খেলে না, রাশিয়া, চীন কিংবা আমেরিকাও না। নিচের ম্যাপটা দেখুন তাহলেই বুঝবেন জনপ্রিয়তার নিরিখে ক্রিকেট কোথায় আর ফুটবল কোথায়? আরো লক্ষ করলে দেখবেন যে এই বিশ্বকাপে যে কয়টা টিম খেলছে এদের প্রত্যেকটাই কোন না কোন সময় ইংল্যান্ডের কলোনি ছিল। তাই ক্রিকেট খেলাটা আসলে ব্রিটিশ রাজের খেলা, অনেকটা কমনওয়েলথ গেম এর মত। তাই এই খেলায় ইংল্যান্ডের ইন্টারেস্ট থাকবে, সেটাই তো স্বাভাবিক।

কিন্তু ইংল্যান্ড তো আর স্রেফ রাষ্ট্র না, একেবারে যুক্তরাজ্য বলে কথা! তাই উজির-নাজির ছাড়া তো আর চলে না, আর ক্রিকেট খেলায় ইন্ডিয়া হল ইংল্যান্ডের সেই অতি চালাক উজির মশাই! এদের কারণে ক্রিকেট এখন নিখাদ বাণিজ্য। সেজন্যই আইসিসি মানেই ইংল্যান্ড আর ইন্ডিয়া, এইটা আপনি চান বা না চান আপনাকে মেনে নিতেই হবে। ক্রিকেট এর পিছনে আমাদের ইনভেস্টমেন্ট ইতোমধ্যে যথেষ্ট হয়ে গেছে। এর বেশি ইনভেস্ট করে লাভ হবে না। সে কারণেই ক্রিকেট নয় বরং ফুটবলের পিছনেই সর্বোচ্চ বিনিয়োগ শুরু করা উচিত এখন। ক্রিকেট যেমন চলছে চলুক, কিন্তু ১৬/১৭ কোটি মানুষের দেশে ১১ জনের একটা ভাল ফুটবল দল দাঁড় করানো যাবে না, তা কি করে হয়!