করোনা ভাইরাস মহামারী এখন আপনার আমার সবার সমস্যা। আর এই সমস্যা সমাধানে সারা দুনিয়াই এখন ব্যস্ত। তথ্য প্রযুক্তির এই যুগে তথ্যই শক্তি আবার এই তথ্যই নিদারুণ ত্যক্ত করে ছাড়ে। আজাইরা সব তথ্য দেখবেন টেনশন বাড়িয়ে দেয় আর অযথা মানসিক চাপে ফেলে। তাই যেকোন সমস্যা সমাধানের একটা বেসিক টেকনিক শেয়ার করি, টেকনিকটার নাম ‘ফাইভ ডব্লিউ এস’ টেকনিক। এই টেকনিকে পাঁচটা ডব্লিউ থাকে আর থাকে একটা এইচ।

ডব্লিউ-১ হু বা কে? মানে কে সমস্যায় কে দায়ি ইত্যাদি।
ডব্লিউ-২ হোয়াট বা কি? মানে সমস্যাটা কি, কি করনীয় ইত্যাদি।
ডব্লিউ-৩ হোয়েন বা কখন/কবে? মানে কখন হল? কবে শেষ হবে? ইত্যাদি।
ডব্লিউ-৪ হোয়্যার বা কোথায়? মানে কোথাকার পানি? কোথায় গড়াবে? ইত্যাদি।
ডব্লিউ-৫ হোয়াই বা কেন? মানে কেন সমস্যাটা হল? ইত্যাদি।
এইচ হাউ বা কিভাবে? মানে কিভাবে এই সমস্যা হল? কিভাবে সমাধান হবে? ইত্যাদি।

তো এই টেকনিক ফলো করে, মানে এই ৬টি প্রশ্নের উত্তর খুঁজে পেলে আপনি যেকোন সমস্যা সম্পর্কে বেসিক আইডিয়া পেয়ে যাবেন। এরপর বিশেষজ্ঞ হতে চাইলে আপনি আরো কোশ্চেন করে ফার্দার স্টাডি করতে পারেন। তবে না করলেও অসুবিধা নেই। কারন এই ৬টি উত্তর জানা থাকলে গুজব দিয়ে আপনাকে হুজুগে ফেলা কঠিন। তাই আপনিও অযথা নিজের প্রেশার না বাড়িয়ে নাকে তেল দিয়ে বিন্দাস ঘুমাতে পারবেন।
চলুন, এবার একটা ড্রাই রিহার্সেল দেখা যাক। আসুন, চলমান করোনা ভাইরাস নিয়েই ট্রাই করিঃ
কে সমস্যায়? আমি।
কে সমস্যায় ফেলল? করোনা ভাইরাস আর আক্রান্ত রোগি।
কে দায়ী? নিশ্চিত না।
কে এই সমস্যা নিয়া বেশি জানে? হু।
কে এই সমস্যা সমাধান করতে পারবে? এখনও জানা নাই।
কে এই সমস্যা আরো বাড়াইতে পারে? আমি, বেশি বেশি বাইরে গেলে।
কি জিনিস? ভাইরাস।
কি সমস্যা? মহামারী; ঔষধ নাই, মইরা যাব।
কি করব? ঘরে থাকব।
কি করব না? বাইরে কম যাব।
কখন শুরু? নভেম্বর ২০১৯।
কখন এই ঝামেলা মিটবে? জানা নাই।
কখন এর ঔষধ রেডি হবে? জানা নাই।
কোথায় শুরু? উহান, চীন।
কোথায় আছে এখন? সারা দুনিয়া।
কোথায় অবস্থা বেশি খারাপ? ইতালি, স্পেন।
কোথায় গেলে চিকিৎসা পাব? বলা কঠিন।
কোথায় গেলে বিপদ বাড়বে? করোনা রোগির কাছে গেলে।
কোথায় থাকলে নিরাপদ? ঘরে।
কেন এই সমস্যা? ভাইরাস জনিত।
কেন ঔষধ নাই? জানা নাই।
কেন ঘরে থাকব? ঐটাই বাঁচার একমাত্র উপায়।
কেন বাইরে যাব না? গেলে করোনা হবে।
কিভাবে শুরু হইল? ভাইরাস থেকে।
কিভাবে ছড়ায়? মানুষ থেকে মানুষে।
কিভাবে সারা দুনিয়ায় ছড়াইল? এম্নেই।
কিভাবে এত লোক মরতেসে? শ্বাস কষ্টে।
কিভাবে ঔষধ তৈরি হবে? গবেষণা চলতেসে।
কিভাবে ছরানো বন্ধ হবে? সোশ্যাল ডিস্ট্যান্সিং মানলে।
কিভাবে ভাল থাকব? ঘরে থাকলে।
আমার কি আর কিছু জানা দরকার আছে? না, নাই।
সো, রিলাক্স!
